Bangladesh

ফাকরুলের মুক্তির দাবীতে ঠাকুরগাঁওএ হরতাল
ঢাকা, ডিসেম্বর ১২: বিএনপির ঠাকুরগাঁও ইউনিটের সদস্যেরা বুধবার ছয় ঘণ্টা হরতালের ডাক দেয় দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মির্জা ফাকরুল ইসলাম আলামগিরের অবিলম্বে মুক্তির দাবীতে।
ফাকরুলকে দলের নয়াপল্টন দপ্তরের সামনে থেকে সোমবার গ্রেফতার করা হয় রবিবারের হিংস্রতার অভিযোগে।
বিএনপির নেতারা ঠাকুরগাঁও ও আর্ট গ্যালারি মোড়ে, পুরনো বাস স্ট্যান্ড ও পলিটেকনিক ইন্সটিটিউট এলাকাগুলিতে মিছিল বের করে।
হরতাল সকাল ৬টায় শুরু হয়।
এই সময় কোন দুরাগামি বাস জেলা ছাড়তে বা জেলায় ঢুকতে পারে নি।
যদিও সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে হরতালের আওতা থেকে বাইরে রাখা হয়।
এখনো পর্যন্ত কোন দুর্ভাগ্যজনক ঘটনা ঘটে নি।