Bangladesh

পুলিশ নিজের কাজ দায়িত্বের সাথে পালন করবেঃ পাটোয়ারী

পুলিশ নিজের কাজ দায়িত্বের সাথে পালন করবেঃ পাটোয়ারী

| | 01 Feb 2018, 02:58 am
ঢাকা, ফেব্রুয়ারি ১ঃ নতুন আইজিপি মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বৃহস্পতিবার সাংবাদিকদের সামনে এসে বলেছেন যে পুলিশ নিজেদের কাজ আইনের মধ্যে থেকে পেশাদারিত্বের সঙ্গেই করবে।

নির্বাচনের বছরে উনি এই গুরুত্বপূর্ণ পদের দায়িত্বে এসেছেন।

 

পাটোয়ারী ‘সন্ত্রাস ও জঙ্গিবাদের মত’ মাদক নির্মূলেও ‘জিরো টলারেন্স’ নীতিতে চলার জন্য উনি সকলের কাছে সহযোগিতা চেয়েছেন।

 

জাবেদ পাটোয়ারী বুধবার বিদায়ী আইজিপি একেএম শহীদুল হকের কাছ থেকে নিজের দায়িত্ব জেনে নিয়েছেন।

 

“সবাইকে পাশে পেলে জঙ্গিবাদকে যেভাবে নির্মূল করেছি, মাদকও নির্মূল করব। মাদক নির্মূলে পুলিশের নীতি হবে ‘জিরো টলারেন্স’," পাটোয়ারী বলেছেন।

 

মাদকের জগানের উপরে সমাজে নিয়ন্ত্রণ আনার উপরে জোট দিয়েছে উনি।

 

"এর সাথে অনেক কিছু জড়িত আছে। সবাইকে নিয়ে কাজ করলে মাদক নির্মূল করা যাবে," উনি বলেন।

 

পুলিশ সদস্যদের উনি বলেনঃ "পুলিশের কোনো সদস্যের অপরাধের দায় পুলিশ নেবে না। কোনো ব্যক্তি অপরাধ করলে তাকে অপরাধী হিসাবে দেখে প্রচলিত নিয়ম নীতি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়ানোর চেষ্টা করা হবে।”

 

Image: DMP News website