Bangladesh

রাষ্ট্রপতির মৃত্যুঃ আজ সাধারণ ছুটি ঘোষিত

রাষ্ট্রপতির মৃত্যুঃ আজ সাধারণ ছুটি ঘোষিত

| | 26 May 2013, 04:01 am
ঢাকা, মার্চ ২১: বাংলাদেশ সরকার বৃহস্পতিবার এক সর্বসাধারণের ছুটি ঘোষণা করে রাষ্ট্রপতি জিল্লুর রহমানের মৃত্যুতে শোকপ্রকাশ করতে।

 সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে বুধবার ৮৪ বর্ষীয় রহমানের মৃত্যু হয়। 

 
বৃহস্পতিবার সরকার সাধারণ ছুটি ঘোষণা করে সমস্ত সরকারি, বেসরকারি ও স্বশাসিত সংস্থাগুলিতে।
 
এই নির্ণয় নেওয়া হয় একটি সকাল সাড়ে এগারোটা নাগাদ হওয়া এক জরুরী মন্ত্রিসভা বৈঠকে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই বৈঠকের সভাপতিত্ব করেন।
 
  সারা দেশ রহমানের মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোক পালন করছে যার মেয়াদ শুরু হয় বৃহস্পতিবার সকাল থেকে।
 
 মন্ত্রিসভা রহমানের মৃত্যুতে শোকপ্রকাশ করতে একটি কণ্ডলেন্স মোশানও গ্রহণ করে।
 
 রহমানের মৃত্যুতে গভীর অভিঘাত প্রকাশ করে মন্ত্রিসভার সদস্যেরা তাঁর আত্মার শান্তি প্রার্থনা করেন।
 
রহমানের মরদেহ শেষবারের মত তাঁর সরকারি বাসভবন বঙ্গভবনে পৌঁছয় বৃহস্পতিবার অপরাহ্নে।
 
শয়ে শয়ে মানুষ এয়ারপোর্ট রোডের দুপাশে দাঁড়িয়ে থাকে রহমানকে তাদের শেষ শ্রদ্ধার্পন করতে যখন রাষ্ট্রপতিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বঙ্গভবনে নিয়ে যাওয়া হয়।
 
রহমানের মরদেহ বৃহস্পতিবার মধ্যাহ্নে ঢাকায় এসে পৌঁছয়।
 
বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে রাষ্ট্রপতির দেহ সিঙ্গাপুর থেকে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছয় দুপুর বারোটা দশ নাগাদ।
 
বাংলাদেশ আর্মড ফোর্সেসের দশজন জেনারেল রাষ্ট্রপতির কফিন জাতীয় পতাকা দিয়ে মুড়ে একটি অস্থায়ী বেদিতে রাখে।
 
 সেখানে বাংলাদেশ পার্লামেন্টের স্পিকার আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা রহমানের কফিনে পুস্পস্তবক অর্পণ করে তাঁর প্রতি শ্রদ্ধা জানান।
 
রাষ্ট্রপতির পরিবারের সদস্যেরা, মন্ত্রীপরিষদের সদস্যরা, মন্ত্রীরা ও আইনরক্ষকরা রহমানের প্রতি শ্রদ্ধা জানান।
 
শুক্রবার বিকেল পাঁচটা নাগাদ বনানী গোরস্থানে তাঁর স্ত্রী তাঁর শেষকৃত্য সম্পন্ন করবেন।
 
রহমানের প্রথম নামাজ-এ-জানাজা শুক্রবার দুপুর আড়াইতে নাগাদ জাতীয় ঈদগা ময়দানে সম্পন্ন হবে, দ্বিতীয় জানাজা জাতীয় সংসদ ভবনে সাউথ প্লাজায় দুপুর সাড়ে তিনটে নাগাদ সম্পন্ন হবে।
 
মার্চ ১০ তারিখে  রাষ্ট্রপতিকে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ভর্তি করা হয় শ্বাসপ্রশ্বাসের জটিলতার চিকিৎসার জন্য।