Bangladesh

কুখ্যাত অপরাধী বিকাশ জামিনে ছাড়া পেলে
ঢাকা, ডিসেম্বর ১৫: কুখ্যাত সন্ত্রাসবাদী বিকাশ কুমার বিশ্বাস কাশিমপুর জেল-২ থেকে শুক্রবার একটি জামিন আদেশের ভিত্তিতে গোপনে মুক্তি পায়।
৪৬ বর্ষীয় বিকাশকে সকাল ৯টা নাগাদ ছাড়া হয় বলে শনিবার জানায় জেল অধিকর্তারা।
মিরপুরের বাসিন্দা বিকাশ ও তার ভাই ও আরেক কুখ্যাত অপরাধী প্রকাশ কুমার বিশ্বাসের বিরুদ্ধে অনেককটি খুনের অভিযোগ আছে।
এই খুনগুলি মূলত ঢাকার মিরপুর ও আগারগাঁও অঞ্চলে করা হয়।
১৯৯৭ সাল থেকে বিকাশ ১৫ বছর জেলে কাটিয়েছে নানান অপরাধের কারণে। প্রকাশ এখনো পলাতক।