Bangladesh

মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুকে শ্রদ্ধার্পন হাসিনার

মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুকে শ্রদ্ধার্পন হাসিনার

| | 26 May 2013, 06:31 am
ঢাকা, এপ্রিল ১৭: ঐতিহাসিক মুজিবনগর দিবসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার সকালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানান ঢাকার ধানমণ্ডিতে বঙ্গবন্ধু মেমোরিয়াল মিউজিয়ামে তাঁর ছবিতে পুষ্পস্তবক অর্পণ করে।

 আওয়ামী লীগের প্রেসিডেন্ট হাসিনা তাঁর দলের তরফ থেকেও একটি পুষ্পস্তবক নিবেদন করেন।

 
এরপর তিনি বাংলাদেশের স্বাধীনতার রচয়িতা বঙ্গবন্ধুর স্মৃতির উদ্দেশ্যে কিছুক্ষণের নীরবতা পালন করেন।
 
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম, উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, স্বর্ণজিত সেনগুপ্ত এবং ড মহিউদ্দিন খান আলমগীর, প্রেসিডিয়াম সদস্য বেগম মতিয়া চৌধুরী, অ্যাডভোকেট সাহারা খাতুন এবং সতীশ চন্দ্র রায়, প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডাঃ সৈয়দ মোদাচ্ছের আলী এবং প্রতিমন্ত্রী বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জন্য এনামুল হক অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন।
 
আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন, শ্রম বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ এবং তথ্য ও গবেষণা সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন, পার্টি ও তার সহযোগী সংগঠনের জাতীয় সংসদ সদস্য ও অন্যান্য কেন্দ্রীয় নেতারাও উপস্থিত ছিলেন।
 
পরে আওয়ামী লীগের  সহযোগী সংগঠনগুলি, যেমন, যুব লীগ, ছাত্র লীগ, মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ ও কৃষক লীগ বঙ্গবন্ধুর ছবিতে পুষ্পস্তবক অর্পণ করে।
 
১৯৭১ সালে এই দিনে বাংলাদেশের প্রথম সরকার নির্বাসনে গঠিত হয়েছিল মেহেরপুরের (এখনকার কুষ্টিয়া জেলা) একটি আম বাগানে।
 
পরে সেই জায়গাটির মুজিবনগর হিসেবে নামকরণ করা হয় বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানিয়ে। বঙ্গবন্ধু সেই নির্বাসিত সরকারের রাষ্ট্রপতি ছিলেন।
 
বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে সৈয়দ নজরুল ইসলামকে অস্থায়ী রাষ্ট্রপতি নিযুক্ত করা হয়েছিল।
 
তাজউদ্দীন আহমেদ প্রথম প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত হয়েছিলেন।
 
খন্দকার মোস্তাক আহমেদ, ক্যাপ্টেন এম মনসুর আলী এবং এ এইচ এম কাম্রুজ্জামান মন্ত্রিপরিষদ সদস্য হিসেবে নিযুক্ত হন।
 
মূল মন্ত্রিসভার সফল নেতৃত্বে  সেই বছর ১৬ই ডিসেম্বর মুক্তিযুদ্ধে বাংলাদেশ বিজয়লাভ করে।