Bangladesh
-1469507405.jpg)
ঢাকাঃ ‘জঙ্গি আস্তানায়’ অভিযান, ৯ নিহত
ঢাকা, জুলাই ২৬- এক জঙ্গি আস্তানায় আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানের সময় সোমবার ঢাকার কল্যাণপুর এলাকায় গোলাগুলি বিনিময় হলে নয়জন ব্যাক্তি প্রান হারিয়েছেন।
মূল অভিযান চলে সকাল ৬টা ৫১ মিনিট থেকে ৭টা ৫১ মিনিট পর্যন্ত ।
ঘটনায় আহত হয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর কিছু সদস্য।
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) শহীদুল হক সাংবাদিকদের জানিয়েছেন যে নিহত নয়জন নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সদস্য।
পুলিশের কাছে আগে থেকেই তথ্য ছিল যে ওই ভবনের তিন কক্ষের একটি ফ্ল্যাটে জঙ্গিরা আস্তানা গেড়েছিল।
ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার শেখ মারুফ হাসান বলেন এই অভিযানের বিষয় বলেন প্রায় এক ঘণ্টা ধরে অপারেশন স্টর্ম ২৬ চলার সময় তাতে পুলিশের পাশে যোগ দেন সোয়াট,র্যা্ব,ডিব্ ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল ও বোমা নিষ্ক্রিয়কারী দল ।
ওই ভবনা থেকে জিহাদি বই, বোমা ও অস্ত্র উদ্ধার করা হয়েছে, জানায় পুলিশ।