Bangladesh

নাটোরে ৫টি হিন্দু দেবতার মূর্তি ভাংচুর

নাটোরে ৫টি হিন্দু দেবতার মূর্তি ভাংচুর

| | 26 May 2013, 03:34 am
ঢাকা, মার্চ ১৩: অজ্ঞাতপরিচয় দুরাচারীরা বুধবার নাটোরের সিঙরা উপজেলায় এক মন্দিরে হিন্দু দেবতাদের পাঁচটি মূর্তি ভাংচুর করে।

 সিঙরা থানার ওসি ফায়েজুর রহমান জানান ভোররাতে দ্বিপাকুরিয়া গ্রামের এই মন্দিরে দুষ্কৃতীরা ঢুকে মূর্তিগুলি ভাংচুর করে।

 
মন্দিরের অধিকর্তা অজিত কুমার সিঙরা থানায় এই বিষয়ে একটি মামলা দায়ের করেছেন।
 
মঙ্গলবার দুরাচারীরা ঝেনিদাহের কালীগঞ্জ উপজেলায় এক মন্দিরে হিন্দু দেবতা শিবের ২৩টি মূর্তি ভাংচুর করে।
 
এই ঘটনার পরে সেই অঞ্চলে হিন্দু বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে ও স্থানীয় আওয়ামী লীগ সাংসদ আবদুল মান্নান, উপ-কমিশনার খাজা হন্নন, ঝেনিদাহের পুলিশ-অধীক্ষক আলতাফ হসেন, কালীগঞ্জ উপজেলা চেয়ারম্যান আনোয়ারউল আজিম আনার, ভাইস চেয়ারম্যান তিথি রানি বিশ্বাস ও কালীগঞ্জ থানার ওসি লিয়াকত হসেন অঙ্গিতা শ্মশানের সেই মন্দিরে পৌঁছন।
 
মন্দিরের পুরোহিত জয়গোপাল চক্রবর্তী ও তার তত্ত্বাবধায়ক সবিতা চক্রবর্তী জানান ২৫০ বছরের পুরনো এই মন্দিরটিতে প্রায় ১০,০০০ মানুষ পুজো দিতে আসেন।
 
"আমরা গত ৩০ বছরে এইরকম তাণ্ডব দেখি নি," তাঁরা বলেন।
 
মন্দিরের প্রেসিডেন্ট বাদল ঠাকুর অপরাধীদের কঠিন শাস্তি প্রার্থনা করেন।
 
"কিছু মানুষ বোঝেন না যে এই সব মূর্তি ভাংচুরের মত কুকর্মের প্রভাব দেশের স্বাধীনতার ওপর পড়বে," কালীগঞ্জ উপজেলার চেয়ারম্যান আনোয়ারউল আজিম আনার বলেন।
 
"স্থানীয় প্রশাসন তদন্তের পর অপরাধীদের কড়া শাস্তি দেবে," তিনি জানান।