Bangladesh

যুদ্ধাপরাধ মামলাঃ৯ আসামী গ্রেপ্তার

যুদ্ধাপরাধ মামলাঃ৯ আসামী গ্রেপ্তার

| | 21 Apr 2017, 07:03 am
খুলনা, এপ্রিল ২১ঃ পুলিশ শুক্রবার একাত্তরের যুদ্ধাপরাধের এক মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ১১ আসামির মধ্যে নয়জনকে খুলনার ডুমুরিয়া উপজেলা থেকে গ্রেপ্তার করেছে।

পুলিশ জানিয়েছেন সাতজনকে বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত উপজেলার খর্নিয়া ও রানাই গ্রাম এবং খুলনা মহানগরীর গল্লামারী এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে।


এই সাতজনকে বাদ দিলে, দুইজনকে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।


গ্রেপ্তার ব্যাক্তিদের পরিচয় হল আব্দুর রহিম, শামসুর রহমান, জাহান আলী বিশ্বাস, মো. শাজাহান, করিম শেখ, আবু বকর, রওশন আলী গাজ্‌ নাজের আলী ফকির ও শোহরাব হোসেন সরদার, জানিয়েছেন পুলিশ।

মুক্তিযুদ্ধের পক্ষে থাকা কিছু মানুষকে ১৯৭১ সালের ১৮ মে খুলনার ডুমুরিয়া উপজেলার খর্ণিয়া গ্রাম থেকে নির্যাতন করে রানাই চত্তরের বকুলতলা এলাকায় নিয়ে গিয়ে গুলি চালিয়ে হত্যা করে তাদের লাশ নদীতে ফেলার অভিযোগ ছিল গ্রেপ্তার ব্যাক্তিদের বিরুদ্ধে।


এই বিষয়,  ১১ আসামির বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ এনে ১ জানুয়ারি, ২০১৭ তারিখে ডুমুরিয়া থানায় মামলা করেন ডুমুরিয়ার খর্নিয়া গ্রামের লিয়াকত আলী গাজী।


ঢাকায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলাটি পাঠানো হলে এই বিষয় তদন্ত শুরু হয়।

 ট্রাইব্যুনালে পরে এই মানুষদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল।