Bangladesh

আওয়ামী লিগ-বিএনপির আলোচনা আপাতত বন্ধঃ ইনু
ঢাকা, ডিসেম্বর ১৯: তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বৃহস্পতিবার জানান যে আওয়ামী লীগ ও বিএনপির রাজনৈতিক আলাপ-আলোচনা আপাতত বন্ধ আছে।
"এখন আমরা আর আলাপ-আলোচনার কথা ভাবছি না। জানুয়ারি ৫ তারিখে নির্বাচন হবে সংবিধান রক্ষা করতে, ক্ষমতার মোহে নয়," ইনু জানান।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন যে বিএনপি ক্ষমতায় আসার জন্য পাগল হয়ে গেছে।
"আসলে তিনি (বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া) নির্বাচন চান না। তাই তিনি বারবার হিংসাত্মক কর্মসূচী করে চলেছেন," হাসিনা বলেন।
"বিএনপি ক্ষমতায় আসার জন্য পাগল হয়ে গেছে। তাই অগ্নিসংযোগ করে তারা মানুষ মেরে চলেছে। তাদের কোন মনুষ্যত্ব নেই," তিনি বলেন।
অন্যদিকে, বিএনপি জানিয়েছে যে দশম জাতীয় সংসদ নির্বাচন বিষয়ে আলোচনায় বসার আগে হাসিনাকে পদত্যাগ করতে হবে।
"নির্বাচনকালীন সরকার নিয়ে আলোচনায় বসার কোন মানেই হয় না যদি না প্রধানমন্ত্রী পদত্যাগ করেন," বিএনপির স্থায়ী কমিটির এক সদস্য জানান।