Bangladesh

মুক্ত গণমাধ্যম সূচকে ২ ধাপ উপরে উঠল বাংলাদেশ
নিউ ইয়র্ক, এপ্রিল ২০- দুই ধাপ এগিয়ে বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচকে এখন বাংলাদেশ পৌঁছেছে ১৪৪তম স্থানে।
১৮০ দেশের মধ্যে এই জায়গা করে নিয়েছে বাংলাদেশ।
গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে কাজ করা প্যারিসভিত্তিক সংগঠন রিপোর্টার্স উইদাউট বর্ডার্স তাদের এই বার্ষিক সূচক তৈরি করেছে।
এর আগের দুই বছর বাংলাদেশ এই সূচকে ১৪৬তম স্থানে অবস্থান করছিল।
বাংলাদেশ এইবার ৪৫ দশমিক ৯৪ স্কোর করেছে।
বাংলাদেশের পাশের দেশগুলির মধ্যে ভারত (১৩৩) , নেপাল (১০৫), শ্রীলঙ্কা (১৪১), মিয়ানমার (১৪৩), আফগানিস্তান (১২০), মালয়েশিয়া (১৪৬) ও পাকিস্তান (১৪৭) স্থানে অবস্থান করছে।
Image: UN