Bangladesh

বিএসএফের ৬ বাংলাদেশীকে হস্তান্তর

বিএসএফের ৬ বাংলাদেশীকে হস্তান্তর

| | 25 May 2013, 03:02 pm
ঢাকা, ডিসেম্বর ১৬: ছয় বাংলাদেশী বেনেপোল চেক-পোস্ট দিয়ে শুক্রবার ঘরে ফেরে, আড়াই বছর ভারতীয় জেলে কাটাবার পর।

 ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ) তাদের বেনেপোল ইমিগ্রেশন পুলিশের হাতে তুলে দেয় শুক্রবার রাত আটটা নাগাদ।

 
তারা হলেন আনসার আলী, ২৪, সাইদুল ২৫, আযিযুল, ২৭, কবির হোসেন, ৩০, নুর আলী, ৩৮, ও শিপ্রন আলী, ২২ - তারা বাগেরহাট জেলার মরেলগঞ্জ উপজেলার রায়েন্দা, চালিতা বুনিয়া, বেনিয়াখালি ও কইখালির বাসিন্দা।
 
বেনেপোল চেক-পোস্টের ওসি কাম্রুজ্জামান জানান ঐ ছয়জনকে ভারতের নয়া দিল্লীর হরিয়ানা এলাকা থেকে গ্রেফতার করা হয়েছিল বেআইনিভাবে চাকরী করার জন্য।
 
পরে আদালত তাদের আম্বালা জেলে পাঠায় আড়াই বছরের জন্য।
 
সাজা শেষে ভারতীয় সরকার তাদের বাংলাদেশে ফেরার অনুমতি দেন।