Bangladesh

ভুটানঃ প্রতিবন্ধী এবং অটিজমে আক্রান্ত লোকজনের পাশে দারালেন হাসিনা

ভুটানঃ প্রতিবন্ধী এবং অটিজমে আক্রান্ত লোকজনের পাশে দারালেন হাসিনা

| | 19 Apr 2017, 08:05 am
থিম্পু, এপ্রিল ১৯ঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার পৃথিবীর সকল দেশের মানুষের কাছে আহ্বান করেছেন যে তারা যেন প্রতিবন্ধী এবং অটিজমে আক্রান্ত লোকজনকে সমাজের মূলধারায় মর্যাদার সঙ্গে বসবাসের সুযোগ করে দেন।
হাসিনা বলেনঃ "আসুন, আমরা এদের বহুমুখী প্রতিভাকে স্বীকৃতি প্রদানে সংকল্পবদ্ধ হই।"


উনি বলেনঃ "যাদের এই অসামঞ্জস্যতা, তার কোনো চিকিৎসা নেই, তাদের মর্যাদার সঙ্গে জীবনযাপনের সুযোগ করে দিই। যাতে করে তারা সমাজের মূলধারায় সম্পৃক্ত হতে পারে।"

প্রধানমন্ত্রী এই কথাগুলি অটিজম এবং নিউরোডেভেলপমেন্টাল ডিসঅর্ডার-বিষয়ক তিন দিনের আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী পর্বে বিশেষ অতিথির ভাষণ দেওয়ার সময় আজ বলেছেন।

হাসিনা এই মুহূর্তে ভুটান সফরে আছেন।

সেখানার রাজা ও বিভিন্ন নেতাদের উনি সাক্ষাৎ করেছেন।

আজকের এই আন্তর্জাতিক সম্মেলনটির উদ্বোধন করেন হাসিনা।

উনি এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে যোগ দিয়েছিলেন।