Bangladesh

প্রশ্নপত্র ফাঁস প্রমাণ হলে পরীক্ষা হয়ে যাবে বাতিলঃ নাহিদ

প্রশ্নপত্র ফাঁস প্রমাণ হলে পরীক্ষা হয়ে যাবে বাতিলঃ নাহিদ

| | 01 Feb 2018, 01:57 am
ঢাকা, ফেব্রুয়ারি ১ঃ শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আজ জানিয়েছেন যে প্রশ্নপত্র ফাঁস হওয়ার বিষয়টি প্রমানিত হলে পরীক্ষা বাতিল করা হবে।

এই ঘটনা প্রমানিত হলে কেউ রেহাই পাবে না।

ঢাকায় ধানমন্ডি গভ. ল্যাবরেটরি উচ্চবিদ্যালয়ে এসএসসি ও সমমানের পরীক্ষা দেখতে গিয়ে শিক্ষামন্ত্রী সাংবাদিকদের এই  বিষয়গুলি জানিয়েছেন।

" এই পরীক্ষা নিরাপদ রাখতে মানুষের পক্ষে যা যা করা সম্ভব, এবার তা-ই করা হয়েছে। প্রশ্নপত্র ফাঁস করলে কেউ রেহাই পাবে না। কী হবে আমি নিজেও বলতে পারি না। তবে চরম ব্যবস্থা নেওয়া হবে," নাহিদ বলেন।

আজ বাংলাদেশে  এসএসসি পরীক্ষা শুরু হয়েছে সকাল ১০ টা থেকে।

মোট  ২০ লাখ ৩১ হাজার ৮৯৯ জন  পরীক্ষার্থী এইবার পরীক্ষায় বসছেন।

মোট ৩ হাজার ৪১২টি কেন্দ্রে  পরিক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

২৫ ফেব্রুয়ারি শেষ হবে লিখিত পরীক্ষা।