Bangladesh

যাত্রাবাড়ীতে ডাকাতের হাতে যুবক খুন

যাত্রাবাড়ীতে ডাকাতের হাতে যুবক খুন

| | 14 Sep 2013, 01:35 am
ঢাকা, সেপ্টেম্বর ১৩: একদল সশস্ত্র ডাকাত ঢাকার যাত্রাবাড়ীতে এক যুবককে তার বাড়িতে গুলি করে মারে শুক্রবার।

 মৃত বখতিয়ার মোহাম্মদ লতিফ, ২০, সম্প্রতি ধানমণ্ডিতে একটি ইংরেজি মিডিয়াম স্কুল থেকে ও-লেভেল উত্তীর্ণ হয়েছিল, জানান যাত্রাবাড়ী থানার ওসি রফিকুল ইসলাম।

 
লতিফের মামা মির আহসানুল আলম জানান ছয়জন ডাকাতের একটি দল তার জামাইবাবুর বাড়িতে দরজা ভেঙ্গে ঢুকে পড়ে ভোর সাড়ে তিনটে নাগাদ।
 
তারা লুটপাট শুরু করলে লতিফ বাধা দিতে যায় ও ডাকাতেরা তাকে বুকে গুলি মারে।
 
লতিফকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় যেখানে তাকে মৃত ঘোষণা করা হয়।