Bangladesh

অসুস্থ মোশাররফকে ঢাকায় আনা হল

অসুস্থ মোশাররফকে ঢাকায় আনা হল

| | 16 Apr 2014, 03:45 am
ঢাকা, এপ্রিল ১৬: সিনিয়র বিএনপি নেতা খন্দকার মোশাররফ হোসেনকে বুধবার কাশিমপুর জেল থেকে ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে নিয়ে আসা হয়।

 তিনি বুকে ব্যাথা হচ্ছে জানালে তাঁকে বুধবার সকালে করোনারি কেয়ার ইউনিটে ভর্তি করা হয়।

"আমার বাবার সকাল থেকে বুকে ব্যাথা শুরু হয়। পরে জেলের ডাক্তারেরা তাঁকে ঢাকায় নিয়ে আসেন," মোশাররফ হোসেনের পুত্র মারুফ হোসেন জানান। 

 
হোসেনকে মার্চ ১২র রাতে গুলশনে তাঁর গৃহ থেকে গ্রেফতার করা হয়।

দুর্নীতি দমন কমিশন মার্চ ১৩তে হোসেনকে জেরা করে অর্থ আত্মসাৎ করার একটি মামলায়।

দুর্নীতি দমন কমিশনের ডেপুটি ডাইরেক্টর আহসান আলি সকাল পৌনে দশটা নাগাদ কমিশনের সদর দপ্তরে হোসেনকে জেরা করেন।

তাঁর বিরুদ্ধে এই মামলা রামনা থানায় দায়ের করা হয়।

প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, ২০০১-২০০৬ সালের মধ্যে, যখন তিনি বাংলাদেশের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ছিলেন, তখন হোসেন ৳ ৯.৫৪ কোটি টাকা নয়ছয় করেন।