Bangladesh

PM Hasina expresses sadness to Indonesia President

PM Hasina expresses sadness to Indonesia President

Bangladesh Live News | @banglalivenews | 02 Oct 2018, 11:21 pm
নিজস্ব প্রতিনিধি, ঢাকা, অক্টোবর ৩ : ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদোকে মঙ্গলবার সন্ধ্যায় ফোন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ফোনালাপে তাদের মধ্যে প্রায় ১০ মিনিট কথোপকথন হয়। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম এ কথা জানান।


সম্প্রতি ভূমিকম্প ও সুনামিতে ইন্দোনেশিয়ায় জীবন ও সম্পদহানিতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন শেখ হাসিনা।

 

এ সময় তিনি নিহতদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।


প্রধানমন্ত্রী বলেন, ইন্দোনেশিয়া একা নয়; বাংলাদেশও এ বিপদে ইন্দোনেশিয়ার পাশে আছে। এই মুহূর্তে ইন্দোনেশিয়ার কী ধরনের সাহায্য প্রয়োজন তা তিনি জানাতে বলেছেন। এ দুর্যোগে ইন্দোনেশিযায় সব ধরনের সাহায্য পাঠাতে প্রস্তুত বাংলাদেশ।