Bangladesh

Police find Dubai expatriate link in Chittagong police box bombing
বোমা হামলায় ক্ষতিগ্রস্ত ট্রাফিক বক্স (ফাইল ছবি)।

Police find Dubai expatriate link in Chittagong police box bombing

Bangladesh Live News | @banglalivenews | 22 Aug 2020, 12:54 am
নিজস্ব প্রতিনিধি, ঢাকা, ২২ আগস্ট ২০২০ : প্রায় ছয় মাস আগে চট্টগ্রামের ষোলশহরে ট্রাফিক বক্সে বোমা হামলার ঘটনায় পরিকল্পনা ও অর্থায়নের ক্ষেত্রে জেলার লোহাগাড়া উপজেলার বাসিন্দা দুবাইপ্রবাসী এক তরুণের সম্পৃক্ততার তথ্য পেয়েছে পুলিশ।

ওই ঘটনায় গ্রেপ্তার চার আসামির একজনের আদালতে দেওয়া ‘স্বীকারোক্তিমূলক জবানবন্দি’ থেকে এমন তথ্য মিলেছে বলে চট্টগ্রাম মহানগর পুলিশের কাউন্টার টেরোরিজম শাখার কর্মকর্তারা জানান।

 

শাহজাহান নামে আনুমানিক ৩০ বছর বয়সী ওই ব্যক্তির বিষয়ে বিস্তারিত জানা না গেলেও তার বাবা লোহাগাড়ার পদুয়া ইউনিয়নের এক বাজারের মাংস বিক্রেতা বলে জানিয়েছে পুলিশ।

 

২৮ ফেব্রুয়ারি রাতে ষোলশহর ২ নম্বর গেইট ট্রাফিক বক্সের ওই বিস্ফোরণে দুই ট্রাফিক পুলিশ সদস্যসহ পাঁচজন আহত হন। বিস্ফোরণে ট্রাফিক বক্সটিতে থাকা সিগন্যাল বাতি নিয়ন্ত্রণের সুইচ বোর্ড ধ্বংস হয়। ঘটনার একদিন পর হামলার সঙ্গে আইএস যুক্ত বলে জঙ্গিবাদ পর্যবেক্ষণকারী সাইট ইন্টেলিজেন্স গ্রুপ দাবি করে।

 

কক্সবাজারের চকরিয়া থেকে গ্রেপ্তার শাহেদ। তার জবানবন্দিতেই মিলেছে দুবাইপ্রবাসী শাহজাহানের তথ্য।কক্সবাজারের চকরিয়া থেকে গ্রেপ্তার শাহেদ। তার জবানবন্দিতেই মিলেছে দুবাইপ্রবাসী শাহজাহানের তথ্য।ওই ঘটনায় পাঁচলাইশ থানায় করা মামলার তদন্ত করছে নগর পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীসহ চারজনকে গ্রেপ্তার করেছে।

 

এদের মধ্যে শাহেদ নামে (২০) এক কাঠমিস্ত্রিকে ২৭ জুলাই কক্সবাজারের চকরিয়া থেকে গ্রেপ্তার করা হয়। চট্টগ্রাম মহানগর হাকিম সারোয়ার জাহানের আদালতে দেওয়া ১৬৪ ধারায় জবানবন্দিতে পুলিশ বক্সে বোমা হামলা ও এর পৃষ্ঠপোষক দুবাইপ্রবাসী শাহজাহান নিয়ে বেশ কিছু তথ্য দেন বলে পুলিশের দাবি।

 

মামলার তদন্ত কর্মকর্তা পরিদর্শক আফতাব হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ‘জবানবন্দিতে শাহজাহান নামে দুবাই প্রবাসী একজনের কথা বলেছে শাহেদ, যিনি তাদের আর্থিকভাবে সহায়তা করতেন। শাহজাহান বিদেশে থাকলেও তার বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে’।

 

শাহেদের স্বীকারোক্তির বরাতে পুলিশ বলছে, বেশ কয়েক বছর ধরে দুবাইয়ে থাকা শাহজাহান তার বোনের মৃত্যুর পর গত বছরের মাঝামাঝি দেশে আসেন। তিনি শাহেদকে নামাজ পড়তে উৎসাহিত করতেন; গান শুনতে নিষেধ করতেন। তার মোবাইলে কোনো গান পেলে তা মুছে দিতেন শাহজাহান।