Bangladesh

Prime Minister Sheikh Hasina supports inclusion of people with disabilities in global disaster management programme

Prime Minister Sheikh Hasina supports inclusion of people with disabilities in global disaster management programme

Bangladesh Live News | @banglalivenews | 15 May 2018, 08:25 am
ঢাকা, মে ১৫ঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ ওনার ইচ্ছা প্রকাশ করেছেন যে উন্নয়ন ও দুর্যোগ ঝুঁকি কর্মসূচিতে যেন প্রতিবন্ধিতাকে অন্তর্ভুক্ত করা হয়।

হাসিনা এই বিষয় আজ আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে এই বিষয় আহবান করেন।

 

রাজধানীতে দ্বিতীয় আন্তর্জাতিক প্রতিবন্ধকতা ও দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা সম্মেলনের উদ্বোধনীতে নিজের বক্তব্য রাখার সময় হাসিনা এই বিষয়গুলি বলেন।

 

“আমি আন্তর্জাতিক সম্প্রদায়ের সকলকে তাদের উন্নয়ন ও দুর্যোগ ঝুঁকি কর্মসূচিতে প্রতিবন্ধিতা বিষয়ে অন্তর্ভুক্তিকরণের জোরালো আহ্বান জানাচ্ছি," হাসিনা বলেন।

 

দুর্যোগপ্রবণ দেশ হিসাবে বাংলাদেশের পরিচিতির বিষয়টি তুলে ধরে, হাসিনা বলেনঃ "দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশ পারদর্শিতা অর্জন করেছে। এখন যে কোনো দুর্যোগ আমরা মোকাবেলা করতে পারি।”

 

তিন দিন ধরে এই আন্তর্জাতিক স্মমেলন চলছে ঢাকার   বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে।

 

নিজের সরকারের দুর্যোগ মোকাবিলার ক্ষেত্রে নেওয়া পদক্ষেপের বিষয় তুলে ধরে, হাসিনা বলেনঃ "দেশের প্রাকৃতিক দুর্যোগকালে খাদ্যাভাব মেটাতে দুর্যোগপ্রবণ ১৯টি জেলার ৬৩টি উপজেলার পাঁচ লাখ পরিবারের মধ্যে ৫৬ কেজি চাল বা ৪০ কেজি ধান ধারণ ক্ষমতাসম্পন্ন একটি করে ফুডগ্রেড প্লাস্টিকের তৈরি পারিবারিক সাইলো বিতরণ করা হচ্ছে।”