Bangladesh

"মসজিদ, মাদ্রাসার ওপর নজর রাখুন"

| | 31 May 2013, 02:08 am
ঢাকা, মে ৩০: বাংলাদেশ নির্বাচন কমিশন বৃহস্পতিবার আইন প্রয়োগকারী সংস্থা ও স্থানীয় প্রশাসকদের বলেন মসজিদ ও মাদ্রাসাগুলির ওপর নজর রাখতে যাতে রাজশাহী, খুলনা, বরিশাল ও সিলেটে পৌর নির্বাচনের প্রচারের সময় হেফাজত-এ-ইসলামের দ্বারা যেকোনো ধর্মীয় প্রচারণা প্রতিরোধ করা যায়।

 এই চার শহরে মেয়র নির্বাচন হবে জুন ১৫।

 
নির্বাচন কমিশন এই নির্দেশ দেন সিনিয়র স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্মকর্তাদের ও আইন প্রয়োগকারী সংস্থাগুলির সাথে একটি বৈঠকের শেষে।