Bangladesh

রাজশাহীতে ডাক্তারদের হাতে সাংবাদিকেরা আক্রান্ত

রাজশাহীতে ডাক্তারদের হাতে সাংবাদিকেরা আক্রান্ত

| | 21 Apr 2014, 03:53 am
ঢাকা, এপ্রিল ২১: অন্তত দশজন সাংবাদিক আহত হন যখন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ডাক্তারেরা রড ও লাঠি দিয়ে রবিবার রাতে তাদের আক্রমণ করেন।

 হসপিটালের পুলিশ বুথের ইন-চার্জ, সাব-ইন্সপেক্টর মিজানুর রহমান জানান রাত সাড়ে দশটা নাগাদ যখন একদল সাংবাদিক তাদের একটি রিপোর্টের জন্য তথ্য সংগ্রহ করছিলেন তখন তাদের আক্রমণ করা হয়।

 
বয়ালিয়া থানার ওসি সৈদুর রহমান ভুঁইয়াকে সেই রাত্রেই সাসপেন্ড করা হয় যখন সাংবাদিকেরা অভিযোগ করেন যে তিনি আক্রমণের সময় মূক দর্শক হয়ে ছিলেন।
 
প্রত্যক্ষদর্শীরা জানান রাত সাড়ে নয়টার সময় এক ইন্টার্ন ডাক্তারের সাথে এক রোগীর আত্মীয়দের হাতাহাতি হয়।
 
রোগীর আত্মীয়রা অভিযোগ করেন যে তাকে ঠিকমত চিকিৎসা করা হচ্ছে না।
 
খবর পেয়ে মাছরাঙা টেলিভিশনের ক্যামেরাম্যান মাসুদ রানা এই সংবাদটি রেকর্ড করতে গেলে তাকে ইন্টার্ন ডাক্তারেরা আক্রমণ করেন।
 
এই ঘটনার পরে আরো সাংবাদিকেরা ঘটনাস্থলে পৌঁছয় ও দেখে ইন্টার্ন ডাক্তারেরা ওয়ার্ড নম্বর ১৩র তালা ভাঙার চেষ্টা করছেন।
 
এই দৃশ্য রেকর্ড করতে গেলে ডাক্তারেরা তাদের আক্রমণ করে।