Bangladesh

ঘূর্ণিঝড়ে ব্রাহ্মণবাড়িয়ায় ৮ মৃত, ১০০ আহত

ঘূর্ণিঝড়ে ব্রাহ্মণবাড়িয়ায় ৮ মৃত, ১০০ আহত

| | 26 May 2013, 04:04 am
ঢাকা, মার্চ ২২: দুজন মহিলাসহ অন্তত আটজনের মৃত্যু হয় ও ১০০জনের বেশী মানুষ আহত হয় যখন এক ঘূর্ণিঝড়ে ব্রাহ্মণবাড়িয়া জেলার দশটি গ্রাম তছনছ হয়ে যায় শুক্রবার বিকেলে।

 শয়ে শয়ে বাড়ি ভেঙ্গে যায় ঘূর্ণিঝড়ে।

 
মৃতা দুই মহিলার পরিচয় পাওয়া গেছে। তারা হলেন ডলি রানি দে, ৩০, ও লাভলি বেগম, ৩০। 
 
তারা দুজনেই সদর উপজেলার উরশিউরা গ্রামের বাসিন্দা ছিলেন।
 
 আটজন মৃতদের মধ্যে পাঁচজনের মৃত্যু হয় সদর উপজেলায়, তিনজন মারা জান আখাউরাতে।
 
 প্রত্যক্ষদর্শীরা জানান সদর ও বিজয়নগর উপজেলার উরশিউরা, তিনাই ও সুলতানপুর গ্রামসহ  ছয়টি গ্রামে ঘূর্ণিঝড় আছড়ে পড়ে বিকেল পাঁচটা নাগাদ।
 
ঝড়ে রাস্তার ধারের গাছ ভেঙ্গে পড়ায় কুমিল্লা-সিলেট হাইওয়েতে যানচলাচল প্রায় দুই ঘণ্টার জন্য বন্ধ রাখা হয়। 
 
ঝড়ে একটি বাস রাস্তার ধারের এক ডোবায় পড়ে যায়।
 
আহতদের সদর হাস্পাতাল ও অন্যান্য চিকিৎসাকেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে।