Bangladesh

বাংলাদেশে পালিত হল ঈদ-উল-ফিতর

বাংলাদেশে পালিত হল ঈদ-উল-ফিতর

| | 09 Aug 2013, 01:33 pm
ঢাকা, অগাস্ট ৯: সারা বাংলাদেশজুড়ে আজ পালিত হল খুশির ঈদ।

 এক মাসের উপোষের পরে শুক্রবার দেশে ধর্মীয় উৎসাহ ও সমারোহের সাথে পালিত মুসলমানদের সবচেয়ে বড় উৎসব ঈদ-উল-ফিতর।

 
ঢাকা ও অন্যান্য অঞ্চলের বড়, বড় ময়দানগুলিতে ঈদের সমাগম হয়।
 
শিশু ও যুবা সহ সবার মধ্যে বয়ে যায় আনন্দের উত্তেজনা।
 
রমজানের সময় ঊনত্রিশ দিনের নিয়মতা পালনের পর আজ আসে অনন্দের জোয়ার।
 
কড়া নিরাপত্তার বেষ্টনীতে প্রধান ঈদের সমাগম হয় সকাল সাড়ে আটটায় জাতীয় ইদ্গায়। 
 
বয়তুল মুকাররম খাতিব মৌলনা মুহাম্মদ সালাউদ্দিন এই প্রার্থনার নেতৃত্ব দেন।
 
রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ, সাংসদেরা, সুপ্রিম কোর্টের বিচারকেরা, রাজনৈতিক নেতারা ও বিভিন্ন মুসলমান দেশের সরকারি উচ্চ অধিকর্তারা এই সমাগমে অংশগ্রহণ করেন।    
 
একটি বিশেষ মুনাজাত অনুষ্ঠিত হয় বাংলাদেশের শান্তি ও উন্নতির জন্যে।