Bangladesh

 ট্রাকচাপায় শিশুর মৃত্যু

ট্রাকচাপায় শিশুর মৃত্যু

| | 13 Apr 2016, 07:11 am
ঢাকা, এপ্রিল ১৩- ট্রাকচাপা পরে বুধবার গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার তাজপুর এলাকায় এক শিশু প্রাণ হারিয়েছেন, জানায় পুলিশ।

নিহতের পরিচয় আশিক মিয়া।

 

আট বছরের শিশুটির বাবা মোকছেদ আলী এই ঘটনায় আহত হয়েছেন।

 

পুলিশ জানিয়েছেন বেলা ১১ টার দিকে, মোটরবাইকে করে বাবার সাথে শিশুটি ফিরছিলও আর সেই সময় একটি ট্রাক এসে তাদের  চাপা দেয়।

 

ঘটনাস্থলে শিশুটি প্রান হারায়।

 

তার বাবা এখন  রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি আছেন।