Bangladesh

১৮-পার্টি জোটের ৩৬ ঘণ্টা হরতাল বুধবার থেকে

১৮-পার্টি জোটের ৩৬ ঘণ্টা হরতাল বুধবার থেকে

| | 26 May 2013, 04:06 am
ঢাকা, মার্চ ২৫: বিএনপির নেতৃত্বে ১৮-পার্টির জোট একটি ৩৬-ঘণ্টার হরতালের ডাক দিয়েছে বুধবার থেকে তাদের গ্রেফতারিত নেতা ও কর্মীদের অবিলম্বে মুক্তির দাবীতে ও সরকারের দ্বারা পরিচালিত \"গণহত্যার\" প্রতিবাদে।

 বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই হরতালের ঘোষণা করেন সোমবার ঢাকার নয়াপল্টনে দলের সদর দপ্তরে এক সাংবাদিক সন্মেলনে।

 
 তিনি বলেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার রবিবারের মন্তব্য সংবাদমাধ্যমের দ্বারা ভুল ভাবে তুলে ধরা হয়েছে।
 
"এক গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসেবে বিএনপি দেশে সামরিক হস্তক্ষেপ শুধুমাত্র অপছন্দই করে না, এর বিরুদ্ধে কড়া প্রতিবাদও করে।"
 
রবিবার বোগড়ায় একটি সমাবেশে ভাষণ দেওয়াকালীন খালেদা বলেনঃ "দেশের মানুষদের যখন হত্যা করা হচ্ছে, তখন দেশের সামরিক বাহিনীর নীরব দর্শক হয়ে বসে থাকা উচিত নয়।"
 
"ঠিক সময়ে তাদের হস্তক্ষেপ করা উচিত এই বিষয়ে," তিনি বলেন।
 
 ফখরুল অভিযোগ করেন যে আওয়ামী লীগ সরকার ১৫১ বিরোধী নেতা ও কর্মীদের মিথ্যা অভিযোগে রিমান্ডে রেখেছে।
 
তিনি আরো অভিযোগ করেন যে গত সপ্তাহের ৩৬-ঘণ্টার হরতালের সময় শাসকদল আওয়ামী লীগের সদস্যেরা বিরোধী নেতা ও কর্মীদের ওপর আক্রমণ করে।