Bangladesh

বাগেরহাটে ওষুধের কারখানায় আগুন লাগানো হল

বাগেরহাটে ওষুধের কারখানায় আগুন লাগানো হল

| | 26 May 2013, 06:20 am
ঢাকা, এপ্রিল ১২: দুষ্কৃতীরা শুক্রবার একটি ওষুধ তৈরির কারখানায় আগুন লাগায় বাগেরহাটের ফকিরহাট উপজেলায়।

 পুলিশ জানায় কারখানাটি গণজাগরণ মঞ্চের এক প্রধান আয়োজকের।

 
"৪০-৫০জন দুষ্কৃতীরা ভোররাত দুটো নাগাদ এসিপি ফার্মাসিউটিক্যাল লিমিটেডের কারখানায় অগ্নিসংযোগ করে। তারা জানালা ও আসবাবপত্র ভাংচুর করে ও গান পাউডার দিয়ে ওষুধপত্রে আগুন লাগায়," জানান পুলিশের এক অধিকর্তা।
 
খুলনা ও বাগেরহাট থেকে দমকলের দুটি দল ঘটনাস্থলে পৌঁছয় ও অগ্নি নির্বাপিত করে সকাল নটা নাগাদ।
 
ডাঃ শেখ বাহারুল আলম, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির খুলনা সভাপতি, জামাত-শিবিরের সদস্যদের এই আক্রমণের জন্য দায়ী করেছেন।
 
ফকিরহাট থানার ওসি মাসুদুল হক জানান দুষ্কৃতীরা কারখানায় আগুন লাগাবার সময় বাহারুলের মৃত্যুদণ্ড প্রার্থনা করে ও জামাতের কেন্দ্রীয় নেতাদের মুক্তির দাবীতে স্লোগান দিতে থাকে।
 
ফকিরহাট থানায় ৩০-৪০জন অনুল্লিখিত লোকেদের নামে একটি মামলা দায়ের করা হয়েছে।