Bangladesh

নড়াইলে জামায়াত-শিবিরের হাতে আহত ১৫ পুলিশ কর্মী

নড়াইলে জামায়াত-শিবিরের হাতে আহত ১৫ পুলিশ কর্মী

| | 11 Dec 2013, 01:09 am
ঢাকা, ডিসেম্বর ১১: জামায়াতে ইসলামী ও এর ছাত্র সংগঠন ইসলামি ছাত্র শিবিরের সদস্যেরা বুধবার নড়াইলে সদর থানার ওসি সহ ১৫জন পুলিশ কর্মীকে কুপিয়ে আহত করে।

 থানার ওসি মুক্তার হোসেনের অবস্থা সংকটজনক।

 
তাঁকে খুলনা মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে।
 
জামায়াত-শিবিরের কর্মীরা একটি পুলিশ পিক-আপ ভ্যানে আগুন লাগায়, জানান পুলিশের অতিরিক্ত সুপার এস এম নুরুজ্জামান।
 
পুলিশ কর্মীরা আহত হন যখন তাঁরা জামায়াত-শিবিরের একটি সারা দিনব্যাপী  হরতালে বাধা দিতে যান।
 
জামায়াত-শিবির হরতাল পালন করে তাদের নেতা  যুদ্ধাপরাধী জামাত-এ-ইসলামী নেতা আবদুল কাদের মোল্লার ফাঁসি প্রতিবাদে।
 
আপিল বিভাগের চেম্বার জজ সৈয়দ মাহমুদ হোসেন মঙ্গলবার রাতে মোল্লার ফাঁসি বুধবার পর্যন্ত স্থগিত করে।

"সুপ্রিম কোর্টের সম্পূর্ণ বেঞ্চ বুধবার সকালে মোল্লার ফাঁসি স্থগিতের আপিল শুনবে যেটি ডিফেন্স দায়ের করেছে চেম্বার জজের কাছে," জানান সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার এ কে এম শামসুল ইসলাম।

বাংলাদেশের সুপ্রিম কোর্ট সেপ্টেম্বর ১৭এ মোল্লাকে ফাঁসির নির্দেশ দেয় ১৯৭১এ মুক্তিযুদ্ধের সময় করা মানবতার বিরুদ্ধে অপরাধের শাস্তিস্বরূপ।

মোল্লা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২এর শোনানো যাবজ্জীবনের সাজার বিরুদ্ধে আবেদন করেন।

মোল্লাকে জুলাই ১৩, ২০১০-এ গ্রেফতারিত ঘোষণা করা হয় ১৯৭১-এ বাংলাদেশ মুক্তিযুদ্ধের সময় ৩৪৫ মানুষ খুন করার অভিযোগে।

 আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ ফেব্রুয়ারি ৫ তারিখে জামাতের সহকারী মহাসচিব মোল্লাকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা শোনায় মানবতার বিরুদ্ধে অপরাধের অভিযোগে।

৬৫ বর্ষীয় নেতাকে পাঁচটি যুদ্ধকালীন অপরাধমূলক মামলায় দোষী পাওয়া যায়।