Bangladesh

মাহমুদুরকে সমর্থন করে কোন লাভ নেইঃ ইনু

মাহমুদুরকে সমর্থন করে কোন লাভ নেইঃ ইনু

| | 26 May 2013, 10:25 am
ঢাকা, মে ২০: তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু সোমবার বলেন যে আমার দেশের ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের মত একজন \"কলঙ্কিত\" ব্যাক্তিকে সমর্থন করে সাংবাদিকদের কোন ভাল হবে না।

 কয়েকদিন আগে ১৫টি জাতীয় দৈনিকের সম্পাদকেরা মাহমুদুরের মুক্তির দাবীতে একটি বিবৃতি প্রকাশ করে।

 
"দয়া করে  মাহমুদুরকে সমর্থন করবেন না। তিনি ধর্মকে হাতিয়ার বানিয়ে সারা দেশে শুধু হিংসা ছড়িয়েছেন," ইনু বলেন। 
 
"তাঁর গ্রেফতার সংবাদমাধ্যমের স্বাধীনতার ওপরে হস্তক্ষেপ নয়। ধর্মকে অবলম্বন করে হিংসাত্মক তাণ্ডব চালানো কি অপরাধ নয়? এই সব লোকেরা কি আইনের ঊর্ধ্বে?" ইনু বলেন।  
 
গত এপ্রিল মাসে মাহমুদুরকে গ্রেফতার করা হয় হাই কোর্টের একটি ডিরেক্টিভের পরিপ্রেক্ষিতে, যেটি চার মাস আগে দায়ের করা হয়েছিল তাঁর বিরুদ্ধে গত বছর প্রাক্তন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোঃ নিজামুল হক এবং একটি প্রবাসী বাংলাদেশী আইনি বিশেষজ্ঞ, আহমেদ জিয়াউদ্দিনের মধ্যে স্কাইপ কথোপকথনের ওপর সংবাদ প্রকাশ করার অভিযোগে।
 
এপ্রিল ১১-এ সকাল নয়টা নাগাদ পুলিশের গোয়েন্দা শাখার একটি দল তাঁকে তাঁর সংবাদপত্রের দপ্তর থেকে গ্রেফতার করে যেখানে তিনি মামলা দায়ের করার পর থেকে আশ্রয় নিয়েছিলেন।
 
শাহবাগ গণজাগরণ মঞ্চ সহ অনেক সংস্থা মাহমুদুরের গ্রেফতারের দাবী করেছিল এই বলে যে তিনি ধর্মান্ধতা প্ররোচিত করছেন ব্লগ ও সোশ্যাল মিডিয়া পোস্টগুলি ছেপে যেখানে ইসলামের নিন্দা করা হয়েছে।
 
তারা অভিযোগ করেন যে মাহমুদুর সেই সব পোস্টগুলি লেখার জন্য শাহবাগের আন্দোলনকারীদের দায়ী করতেন।