Bangladesh

Rider killed in Dhaka road accident
নিজস্ব প্রতিনিধি, ঢাকা, ১৯ আগস্ট ২০২০ : রাজধানীর শনির আখড়া এলাকায় বাসচাপায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। বুধবার (১৯ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত মোটরসাইকেল চালকের নাম মাসুদ হোসেন (৪০)। সকালে দুর্ঘটনার পর তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক সকাল সাড়ে ১১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
মাসুদের মেয়ে মাহমুদা হোসেন বলেন, আমরা মোবাইলে খবর পেয়ে ঢামেক হাসপাতালে ছুটে এসে দেখতে পাই আমার বাবা মারা গেছেন।
নিহত মাসুদের গ্রামের বাড়ি চাঁদপুর সদরে। বর্তমানে ডেমরার শান্তিবাগ এলাকায় পরিবার নিয়ে থাকতেন তিনি। ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্য (পরিদর্শক) বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে।