Bangladesh

শিশু-হিংসার বিরুদ্ধে বাংলাদেশের পদক্ষেপ

শিশু-হিংসার বিরুদ্ধে বাংলাদেশের পদক্ষেপ

| | 25 May 2013, 01:13 pm
ঢাকা, নভেম্বর ৭: শিশুদের ওপর অত্যাচার ও হিংসার বিরুদ্ধে বাংলাদেশে একটি ন্যাশানাল আক্সন কোরডিনেটিং গ্রুপ গঠন করা হয়েছে।

 এই গ্রুপটি মঙ্গলবার গঠিত হয় ঢাকায় একটি জাতীয় স্থরের ওয়ার্কশপে যেখানে শিশুরাই সুপারিশ করেছিল যাতে তাদের ওপর সবরকম অত্যাচারের বিরুদ্ধে নির্দিষ্ট আইন তৈরি করা হয় যার দ্বারা অপরাধীরা শাস্তি পায়।

 
ওয়ার্কশপটির আয়োজন করেছিল সাউথ এশিয়া ইনিসিএটিভ টু এন্ড ভায়োলেন্স এগেন্সট চিলড্রেন।
 
বাংলাদেশে এই গোষ্ঠীর প্রধান কাজ হল বাল্যবিবাহ, যৌন শোষণ, শিশুশ্রম, শিশুদের বেচাকেনা ও শারীরিক দণ্ডের বিরুদ্ধে কাজ করা।
 
এই গোষ্ঠীর শিশু সদস্য মামুন বোকল বলে সরকারের নির্দিষ্ট আইন তৈরি করা উচিত যাতে শিশুদের ওপর কোনরকম অত্যাচার না হয়।