Bangladesh

বাংলাদেশের সাথে বাণিজ্য-অর্থনীতি বিষয়ে যৌথ কমিশনে আগ্রহী বেলারুশ

বাংলাদেশের সাথে বাণিজ্য-অর্থনীতি বিষয়ে যৌথ কমিশনে আগ্রহী বেলারুশ

| | 27 Apr 2017, 05:43 am
ঢাকা, এপ্রিল ২৭ঃ বেলারুশ বাংলাদেশের সাথে বাণিজ্য ও অর্থনীতি বিষয়ে যৌথ কমিশন গঠনে আগ্রহ প্রকাশ করেছে।

আগ্রটি প্রকাশ করেছেন বেলারুশের শিল্পমন্ত্রী ভিতালি ভব্ক।

গতকাল  গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন উনি।

 প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের এই বৈঠকের শেষে এই

যৌথ কমিশন গঠনের  বিষয়টি জানিয়েছেন।

শেখ হাসিনা ভব্ককে জানিয়েছেন দুই দেশ ব্যবসা ও বিনিয়োগ বাড়াতে আগ্রহী।

এই বৈঠকে, ভব্ক জানিয়েছেন যে বাংলাদেশের প্রকৌশলসহ কৃষিখাতের শ্রমিকদের যন্ত্র ব্যবহারে বেলারুশ প্রশিক্ষণ দিতে আগ্রহী।

হাসিনা স্বাগত জানিয়েছেন এই উদ্যোগকে।