Bangladesh

ছাত্রদের কৃষি মাঠে নিয়ে যাওয়া উচিতঃ হাসিনা

ছাত্রদের কৃষি মাঠে নিয়ে যাওয়া উচিতঃ হাসিনা

| | 19 Apr 2016, 11:10 am
ঢাকা, এপ্রিল ১৯- প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঙ্গলবার বলেছেন যে দেশের ছাত্রদের কৃষি মাঠে নিয়ে যাওয়া উচিত যাতে তাদের এই বিষয় পরিচিতি বাড়ে।

আমি মনে করি, প্রতিটি স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একবার হলেও মাঠে নিয়ে যাওয়া উচিত। তাদের হাত দিয়ে কিছু কাজও করানো উচিত। হাতে-কলমে কিছু শিক্ষা দেওয়া উচিত," হাসিনা বলেন।

 

"তার জন্য যদি এক্সট্রা নম্বর প্রয়োজন হয়, তা-ও দেওয়া উচিত। যাতে কৃষি কাজকে কেউ ছোট চোখে না দেখে," উনি বলেন।

 

হাসিনা বলেন যে কৃষকদের সম্মান করা উচিত।

 

"কৃষক আমাদের বেঁচে থাকার পণ্য উৎপাদন করে। খাদ্যপণ্য উৎপাদন করে, ক্ষুন্নিবৃত্তি জোগায়। কাজেই কৃষকদের মাথায় করে রাখা উচিত। সবচেয়ে সম্মান করা উচিত বলে আমি মনে করি," প্রধানমন্ত্রী বলেন।

 

হাসিনা এই কথাগুলি কৃষক লীগের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন উপলক্ষে  একটি অনুষ্ঠানে বলেছেন।