Bangladesh

ইউএইতে নিহতদের দেহ বাংলাদেশে পৌঁছল

ইউএইতে নিহতদের দেহ বাংলাদেশে পৌঁছল

| | 25 May 2013, 04:55 pm
ঢাকা, ফেব্রুয়ারি ১২: আবু ধাবিতে সড়ক দুর্ঘটনায় মৃত এগারোজন বাংলাদেশীর দেহ মঙ্গলবার সকালে দেশে পৌঁছয়।

 দুর্ঘটনাটি ঘটেছিল ফেব্রুয়ারি ৪-এ।

 
১০জনের দেহ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসে; একজনের দেহ চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে আনা হয়।
 
 বিমান বাংলাদেশের একটি বিশেষ বিমানে মোঃ নুরুল ইসলামের দেহ চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে এসে পৌঁছয় সকাল সাড়ে পাঁচটা নাগাদ। তিনি চট্টগ্রামের বাসিন্দা ছিলেন।
 
 পরে আরেকটি বিমানে দশজনের দেহ সকাল সাড়ে দশটা নাগাদ  হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছয়।
 
১০জন মৃতেরা হলেন শাহজাহান মোল্লা, রোকন মুন্সী, নুর আলম, আনোয়ার হোসেন, হাবিবুর রহমান, মোহাম্মাদ ফারুখ হোসেন, মোঃ ফারুক হুসেন, জয়নাল কবিরাজ, বাশার শেখ আরিফ ও উজ্জ্বল মিয়াঁ।      
 
বাংলাদেশ সরকারের পক্ষ থেকে প্রত্যেক নিহতের পরিবারকে ৳ ৩৫,০০০ দেওয়া হবে তাদের কবর দেওয়ার খরচা হিসেবে।
 
ফেব্রুয়ারি ৪, ২২জন মারা যায় ও ২৪জন আহত হয় যখন শ্রমিকদের একটি বাস এক ট্রাকের সাথে ধাক্কা খায় ইউনাইটেড আরব এমিরেটসের (ইউএই) আবু ধাবিতে।
 
মৃতদের মধ্যে ১৯জন বাংলাদেশী ছিল।
 
আরেকজন নিহত, ওয়াসির আলীর দেহ বুধবার সিলেটে পৌছবে।
 
ফেব্রুয়ারি ১০ তারিখে সাতজন নিহতের দেহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছয়।