Bangladesh

রাজশাহীতে আবার পুলিশের ওপর শিবিরের আক্রমণ

রাজশাহীতে আবার পুলিশের ওপর শিবিরের আক্রমণ

| | 26 May 2013, 05:55 am
ঢাকা, এপ্রিল ১: চারজন পুলিশকর্মী আহত হয় যখন সোমবার ইসলামী ছাত্র শিবিরের সদস্যেরা আইনরক্ষকের ওপর আক্রমণ করে রাজশাহীতে।

 "উপশহর থানার ইন-চার্জ জাহাঙ্গীর আলম গুরুতর ভাবে আহত হয়েছেন যখন শিবির সদস্যেরা তার মাথায় ইট মারে ও হাতবোমা ফাটায়। আরো তিন পুলিশ কর্মী এই আক্রমণে আহত হয়েছেন," জানান রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার এসএম মনিরুজ্জামান।

 
"আক্রমণের সময় পুলিশের থেকে আগ্নেয়াস্ত্র ও একটি ওয়াকি-টকি কেড়ে নেওয়া হয়," তিনি অভিযোগ করেন।
 
৩০ মিনিট ধরে চলা এই সংঘর্ষ শুরু হয় সকাল সাড়ে দশটা মাগাদ যখন জামাত-এ-ইসলামীর ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরের সদস্যেরা শালবাগান এলাকা থেকে একটি মিছিল বের করে ও পুলিশ তাদের বাধা দেয়।
 
"প্রায় ৩০০জন শিবির সদস্য দুই দলে ভাগ হয়ে পুলিশের ওপর আক্রমণ করে," মনিরুজ্জামান জানান।
 
বাকি তিন আহত পুলিশকর্মীরা হলেন শাফিকুল ইসলাম, লতিফুর হাইদার ও জাকির হোসেন।
 
আহতেরা সবাই রায়ট পুলিশের সদস্য।