Bangladesh

Shab-e-Barat: Committee to meet today

Shab-e-Barat: Committee to meet today

Bangladesh Live News | @banglalivenews | 05 Apr 2019, 09:17 pm
নিজস্ব প্রতিনিধি, ঢাকা, এপ্রিল ৬ : পবিত্র লাইলাতুল বরাতের তারিখ নির্ধারণ এবং শাবান মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা ও এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের লক্ষ্যে আজ শনিবার জাতীয় চাঁদ দেখা কমিটির এক সভা অনুষ্ঠিত হবে।

সন্ধ্যা সাড়ে ৬টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদ কমপ্লেক্সের ইসলামিক ফাউন্ডেশন সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন ধর্ম প্রতিমন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি আলহাজ্ব অ্যাডভোকেট শেখ মো. আব্দুল্লাহ।


ইসলামিক ফাউন্ডেশনের সহকারী পরিচালক (জনসংযোগ) মুহাম্মদ নিজাম উদ্দিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে শুক্রবার এ তথ্য জানানো হয়েছে।


সংবাদ বিজ্ঞপ্তিতে দেশের আকাশে কোথাও পবিত্র শাবান মাসের চাঁদ দেখা গেলে তা নিম্নোক্ত টেলিফোন/ফ্যাক্স নম্বর অথবা অন্য কোনো উপায়ে জানানোর জন্য অনুরোধ করা হলো।


টেলিফোন নম্বর : ৯৫৫৯৪৯৩, ৯৫৫৯৬৪৩, ৯৫৫৫৯৪৭, ৯৫৫৬৪০৭ ও ৯৫৫৮৩৩৭। ফ্যাক্স নম্বর : ৯৫৬৩৩৯৭ ও ৯৫৫৫৯৫১।