Bangladesh

জঙ্গি ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে সৌদির পাশে থাকবে বাংলাদেশ

জঙ্গি ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে সৌদির পাশে থাকবে বাংলাদেশ

| | 06 Apr 2017, 12:05 pm
ঢাকা, এপ্রিল ৬ঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার জানিয়েছেন যে ওনার দেশ জঙ্গি দমনের পথে সৌদি আরবের পাশে থাকবে।

ওলামা-মাশায়েখদের এক সমাবেশ আজ ঢাকায় অনুষ্ঠিত হয়েছে।

 

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাবা শরিফ ও মসজিদে নববী কর্তৃপক্ষের ভাইস প্রেসিডেন্ট মোহাম্মাদ বিন নাসের মোহাম্মাদ আল খুজাইম এবং মসজিদে নববীর ইমাম আবদুল মেহসিন বিন মোহাম্মদ বিন আব্দুর রহমান আল-কাসিম।

 

সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজের উদ্দেশ্যে উনি বলেনঃ "সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে বাংলাদেশ সব সময় তার পাশে থাকবে।"

 

ইসলাম ধর্মের কথা তুলে ধরে, উনি বলেনঃ "আমাদের এই পবিত্র ধর্মের সম্মান কেউ যেন ক্ষুণ্ন করতে না পারে।"

 

উনি আশা প্রকাশ করেন যে সৌদি বাদশাহর উদ্যোগে বিশ্বে শান্তি ফিরে আসবে।

 

হাসিনা বলেনঃ "তিনি যে উদ্যোগ নিয়েছেন তা যেন কার্যকর হয়।”

 

প্রসঙ্গত,  ২০১৫ সালে ৩৪টি মুসলিম দেশের নতুন একটি সামরিক জোট সৌদি আরবের  নেতৃত্বে জঙ্গি ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে গঠন করা হয়েছিল।

 

মসজিদুল হারাম এবং মসজিদে নববির ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ বিন নাসির বিন মোহাম্মদ আল খুজাইম বাংলাদেশের প্রশংসা করে বলেন এই দেশ সন্ত্রাসের বিরুদ্ধে সাফল্য লাভ করেছেন।

 

খুজাইম বলেনঃ "সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে যে কয়েকটি দেশ সফলতা দেখিয়েছে, তার মধ্যে বাংলাদেশ একটি।"

 

বাংলাদেশের মাটিতে গত বছর গুলশানে একটি রেস্তোরাঁয় জঙ্গি হামলার ঘটনায় ২০ জন ব্যাক্তি প্রাণ হারান।

 

নিহতদের মধ্যে বিদেশী নাগরিক ও ছিলেন।

 

সেই ঘটনার পরে বিভিন্ন সময় দেশের আইনশৃঙ্খলা বাহিনী সন্ত্রাসীদের আস্তানায় গিয়ে হামলা চালিয়েছেন।