Bangladesh

জামাত-পুলিশ সংঘর্ষে ঢাকায় ১০ আহত

জামাত-পুলিশ সংঘর্ষে ঢাকায় ১০ আহত

| | 26 May 2013, 04:10 am
ঢাকা, মার্চ ২৬: অন্তত ১০জন আহত হয় যখন জামাত-এ-ইসলামী ও তাদের ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরের সদস্যেরা পুলিশের সাথে সংঘর্ষে নামে মঙ্গলবার ঢাকার মগবাজারে।

 আইনরক্ষকরা সাতজন জামাত-শিবির সদস্যদের ঘটনাস্থল থেকে গ্রেফতার করে।

 

 "সকাল সাড়ে আটটা নাগাদ ২০০জন জামাত-শিবির সদস্যেরা একটি মিছিল বের করে মগবাজার ইন্টারসেকশন থেকে। পুলিশ তাদের বাধা দিলে তারা পুলিশের ওপর আক্রমণ করে," জানান রামনা ডিভিশনের উপমহাধ্যক্ষ শেখ মুরুফ হাসান।

 

"দলের লোকেরা পুলিশের ওপর ইট পাটকেল ছোঁড়ে," তিনি বলেন।

 

 "পুলিশকে অবস্থা নিয়ন্ত্রণে আনতে কাঁদুনে গ্যাস ও রবার বুলেট ছোঁড়ে," জানান হাসান।

 

জামাত-শিবির কেন এই মিছিল বের করে তার কারণ এখনো জানা যায় নি।