Bangladesh

বিএনপির তিন ফ্রন্ট সংগঠনের হরতাল

বিএনপির তিন ফ্রন্ট সংগঠনের হরতাল

| | 26 May 2013, 10:22 am
ঢাকা, মে ১৮: বিএনপির তিন ফ্রন্ট সংগঠন শনিবার ঘোষণা করে যে তারা সোমবার একটি আট ঘণ্টার হরতাল পালন করবে তাদের তিন নেতার বিরুদ্ধে \"মিথ্যে মামলাগুলি\" তুলে নেওয়ার ও তাদের অবিলম্বে মুক্তির দাবীতে।

 জাতীয়তাবাদী ছাত্র দল ও যুব দল - প্রধান বিরোধী পক্ষ বিএনপির ছাত্র ও যুব সংগঠন - এবং জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল - বিএনপির এক ফ্রন্ট সংগঠন - এই হরতালের ডাক দিয়েছে।

 
রংপুর ডিভিশনের আট জেলায় সকাল ছয়টা থেকে দুপুর দুটো অবধি এই হরতাল পালিত হবে।
 
যুব দলের রংপুর জেলা ইউনিটের সভাপতি রোইচ আহমেদ, জাতীয়তাবাদী ছাত্র দলের জেলা ইউনিটের প্রেসিডেন্ট জাহির আলম নয়ন শনিবার এই হরতালের ঘোষণা করে।
 
জাতীয়তাবাদী ছাত্র দল অভিযোগ করে যে তাদের প্রাক্তন সভাপতি হাবিবুনাবি খান সহেলকে, যিনি  স্বেচ্ছাসেবক দলেরও সভাপতি, গ্রেফতার করা হয় "মিথ্যে মামলায় ফাঁসিয়ে"।
 
ছাত্র দলের দাবী খানের বিরুদ্ধে সব মামলা যেন তুলে নেওয়া হয়।   
 
 স্বেচ্ছাসেবক দলও এই দাবীতেই হরতাল পালন করবে। 
 
যুব দল তাদের সভাপতি মোয়াজ্জেম হোসেন আলাল ও প্রাক্তন প্রেসিডেন্ট বারকাতুল্লাহ বুলুর মুক্তির দাবীতে বন্ধ পালন করবে।
 
বুলু ও আলাল এই মুহূর্তে কারাবন্দী।
 
তাদেরকে গ্রেফতার করা হয় মার্চে নয়াপল্টনে যানবাহনে অগ্নিসংযোগ ও পুলিশের ওপর আক্রমণের অভিযোগে।
 
খান গ্রেফতারের ফরমান জারি হওয়ার সাথে সাথেই লুকিয়ে পড়েছেন।