Bangladesh

আদর্শবান নেতৃত্ব গড়ে তুলতে ছাত্রলীগের নেতা ও কর্মীদের আহ্বান করলেন হাসিনা
ঢাকা, অক্টোবর ২৭- প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাত্রলীগের নেতা ও কর্মীদের আদর্শবান নেতৃত্ব গড়ে তুলতে আহ্বান করেছেন।
উনি বলেন আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবিলা করতে তা প্রয়োজন আছে।
"আগামী দিনে চ্যালেঞ্জ মোকাবেলা করে চলতে হবে," হাসিনা বলেন।
"সেই চ্যালেঞ্জ মোকাবেলা করার মতো নেতৃত্ব আমাদের গড়ে তুলতে হবে," প্রধানমন্ত্রী বলেন।
উনি বলেনঃ "ছাত্রলীগের প্রত্যেকটা ছেলেমেয়ে আদর্শবান নেতা হিসাবে নিজেদের গড়ে তুলবে।”
উনি দলের নেতা ও কর্মীদের ইতিহাস ও পড়াশুনাতে মন দিতে বলেছেন।
"বঙ্গবন্ধুর আত্মজীবনী পড়লেই জানবে, তিনি কী ভাবে ত্যাগ স্বীকার করে এই সংগঠন গড়ে তুলেছেন," হাসিনা বলেন।