Bangladesh

মাওয়া-কাওরাকান্দি ফেরি চলাচল স্বাভাবিক

মাওয়া-কাওরাকান্দি ফেরি চলাচল স্বাভাবিক

| | 25 May 2013, 03:06 pm
ঢাকা, ডিসেম্বর ২১: মাওয়া-কাওরাকান্দি রুটে খেয়া পরিষেবা শুক্রবার প্রায় আট ঘণ্টা বন্ধ থাকে ঘন কুয়াশার কারণে।

 বাংলাদেশ ইনল্যান্ড ওয়াটার ট্রান্সপোর্ট কর্পোরেশনের ম্যানেজার সিরাজুল হক জানান তাঁদের ভোররাতে বাধ্য হয়ে খেয়া পারাপার বন্ধ করতে হয়েছিল ঘন কুয়াশার কারণে।

 
খারাপ দৃশ্যমানতা কারণে হাজার হাজার যাত্রী নিয়ে চারটি খেয়া মাঝ-পদ্মায় নোঙর ফেলে।
 
এর ফলে যাত্রীদের প্রচণ্ড কষ্টের সন্মুখিন হতে হয়; তারা শীতে কাঁপতে থাকে যতক্ষণ খেয়া পরিষেবা চালু না হয়।
 
"গত কয়েকদিন ধরে ঘন কুয়াশার জন্যে বার বার খেয়া পরিষেবা বিঘ্নিত হচ্ছে," বলেন সিরাজুল।
 
কুয়াশা সরে গেলে আবার খেয়া চলাচল স্বাভাবিক হয়।
 
ইতিমধ্যে, প্রায় ৫০০টি যান মাওয়া ও কাওরাকান্দি টার্মিনালে আটকে থাকে।