Bangladesh

এগিয়ে যাওয়ার সময় এসেছেঃ হিনা

এগিয়ে যাওয়ার সময় এসেছেঃ হিনা

| | 25 May 2013, 01:21 pm
ঢাকা, নভেম্বর ৯: পাকিস্তানের বিদেশমন্ত্রী হিনা রাব্বানি খার শুক্রবার বলেন অতীত ভুলে বাংলাদেশ ও পাকিস্তানকে সুসম্পর্ক তৈরি করার পথে এগোতে হবে।

 হাখার এই মন্তব্য করেন যখন বাংলাদেশ বিদেশমন্ত্রী দিপু মণি বলেন ১৯৭১ বাংলাদেশ মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি সৈন্যের গণহত্যা ও নৃশংসতার জন্য পাকিস্তানের ক্ষমাপ্রার্থনা করা উচিত।

"১৯৭৪ থেকে পাকিস্তান বহুবার ১৯৭৪এর জন্য আক্ষ্যেপ প্রকাশ করেছে। এখন সময় এগিয়ে যাওয়ার ও দুই দেশের সম্পর্ককে আরেকবার সুযোগ দেওয়ার," হিনা বলেন।
দিপু হিনাকে বলেন পাকিস্তানের ক্ষমাপ্রার্থনার পরই বাংলাদেশ-পাকিস্তানের সম্পর্ক ভাল হবে।
হিনা দিপুর সাথে সকাল ১১.২৫ নাগাদ দেখা করে প্রায় কুড়ি মিনিটের জন্য।
আজ সকাল দশটা নাগাদ হিনা হাজরাত শাহ জালাল বিমানবন্দরে বাংলাদেশে আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নভেম্বরের ২২ তারিখে ইসলামাবাদে দেভেলপিং-৮ সামিতে আসার জন্য আমন্ত্রণ করতে।
দিপু মনির সাথে দেখা করে হিনা দুপুরে গণভবনে হাসিনার সাথে দেখা করেন ও আমন্ত্রনপত্র দেন।
হিনা বাংলাদেশ ন্যাশানালিশট পার্টির (বিএনপি ) প্রধান খালেদা জিয়ার সাথেও দেখা করেন তাঁর গুলশান অফিসে।
হিনা দুপুর সাড়ে তিনটে নাগাদ ঢাকা ছাড়েন।