Bangladesh

খাদ্যের দাম বৃদ্ধির সাথে মুদ্রাস্ফীতি বাড়ল

খাদ্যের দাম বৃদ্ধির সাথে মুদ্রাস্ফীতি বাড়ল

| | 25 May 2013, 02:39 pm
ঢাকা, ডিসেম্বর ৬: বাংলাদেশের মুদ্রাস্ফীতি নভেম্বরে অক্টোবরের তুলনায় ০.১৯ শতাংশ বেড়ে ৭.৪১ শতাংশে দাঁড়াল।

 যদিও, অ-খাদ্য মুদ্রাস্ফীতি নভেম্বরে ৭.১৫ শতাংশ করে, কিন্তু খাদ্য মুদ্রাস্ফীতি ০.৮৮ শতাংশ পয়েন্ট বেড়ে যায়।

 
বাংলাদেশ ব্যুরো অফ স্তাটিসটিক্স বৃহস্পতিবার এই তথ্য প্রকাশিত করে।
 
সব মিলিয়ে অক্টোবরে মুদ্রাস্ফীতি ছিল ৭.২২ পয়েন্ট।
 
নভেম্বরে অ-খাদ্য মুদ্রাস্ফীতি ছিল ৩.৩১ শতাংশ যেটি অক্টোবরে ছিল ১০.৪৬ শতাংশ।
 
খাদ্য মুদ্রাস্ফীতি নভেম্বরে ছিল ৬.৪৫ শতাংশ যেটি অক্টোবরে ৫.৫৭ শতাংশ ছিল।