Bangladesh

মোহাম্মদপুরে অভিযান চালালো পুলিশ

মোহাম্মদপুরে অভিযান চালালো পুলিশ

| | 26 Jul 2016, 11:47 pm
ঢাকা, জুলাই ২৭- দেশের মোহাম্মদপুরে মঙ্গলবার পুলিশ জঙ্গি আস্তানার তল্লাশি চালিয়েছে।

পুলিশ সংবাদ মাধ্যমকে জানিয়েছেন যে মঙ্গলবার মধ্যরাত পেরিয়ে পৌনে ১টার দিকে আদাবরে নবদা হাউজিং ঘিরে তল্লাশি শুরু করেন তারা।


রাজধানীর কল্যাণপুরে জঙ্গি আস্তানাতে তাঁর আগের দিনেই অভিযান চালিয়েছিল  পুলিশ।


ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) মঙ্গলবার কল্যাণপুরে অভিযানে নিহত নয় 'জঙ্গি' দের ছবি প্রকাশ করেছে।

নিহতদের নাম ও ঠিকানা জানা থাকলে পুলিশ সাধারণ মানুষকে জানাতে বলেছেন।

"ছবিতে প্রদর্শিত আজ ২৬-৭-২০১৬ তারিখে রাজধানীর কল্যাণপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের সাথে গুলি বিনিময়কালে নিহত জঙ্গি/ সন্ত্রাসীদের পূর্ণাঙ্গ নাম ও ঠিকানা জানা থাকলে এই পেইজের ইনবক্সে প্রদান করুন। অথবা ইমেইল করুন cyberunit@dmp.gov.bd এই ইমেইল আইডি তে," নিজেদের ফেসবুক পেজে লিখেছে  ঢাকা মহানগর পুলিশ ।

ঢাকার কল্যাণপুরে জঙ্গিবিরোধী অভিযান 'অপারেশন স্ট্রম-২৬' কে ইতিহাসের সফল অভিযান বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া।

মঙ্গলবার বেলা আড়াইটায় কল্যাণপুরে 'জঙ্গি আস্তানায়' অভিযান বিষয়ে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।


ডিএমপি কমিশনার বলেন, গুলশান হামলার মতো বড় ধরনের হামলার পরিকল্পণায় কল্যাণপুরে আস্তানা গড়েছিল জঙ্গিরা।


তারা গত ২০ জুন কল্যাণপুরের ৫ নম্বর সড়কের ৫৩/৩ তাজমঞ্জিল নামের ৬ তলা ভবনের পঞ্চম তলা ভাড়া নেয়।


তারা গুলশান হামলায় জড়িত জঙ্গিগোষ্ঠী দলেরই সদস্য, উনি বলেন।