Bangladesh

জামাত নেতা শাফিকুর গ্রেফতার
ঢাকা, ডিসেম্বর ১৩: রাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (আরএবি) বৃহস্পতিবার বাংলাদেশ জামাত-এ-ইসলামির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাফিকুর রহমানকে তার ধনমণ্ডির বাড়ি থেকে গ্রেফতার করে।
ইতিমধ্যে, জামাতের সিলেট ডিভিশন বৃহস্পতিবার সারাদিন ধরে হরতাল করে শাফিকুরের গ্রেফতারের প্রতিবাদে।
রাপিড অ্যাকশন ব্যাটালিয়ন ভোর ৪টের সময় শাফিকুরকে গ্রেফতার করে।