Bangladesh

 'বন্দুকযুদ্ধে ' ২ ব্যাক্তি নিহত

'বন্দুকযুদ্ধে ' ২ ব্যাক্তি নিহত

| | 28 Oct 2016, 10:12 pm
ঢাকা, অক্টোবর ২৯ঃ পুলিশের সাথে 'বন্দুকযুদ্ধে ' শুক্রবার রাতে দুইজন ব্যাক্তি প্রান হারিয়েছেন।

ঘটনাটি ঘটেছে কুষ্টিয়ার মিরপুরে।


মৃত ব্যাক্তির পরিচয় এদখন জানা যায়নি।

 

পুলিশ জানান দুজন ব্যাক্তি পুলিশদের লক্ষ্য করে বোমা ছুঁড়লে পুলিশ পাল্টা গুলি চালান।

 

পুলিশ দাবি করেছেন দুইজন ডাকাত সদস্য।

 

ঘটনাস্থল থেকে আগ্নেয়াস্ত্র, হাঁসুয়া, বোমাসহ বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।