Bangladesh

গাজায় হামলার বিষয় সংসদে নিন্দা প্রস্তাব গৃহীত হল

গাজায় হামলার বিষয় সংসদে নিন্দা প্রস্তাব গৃহীত হল

| | 02 Sep 2014, 01:49 pm
ঢাকা, সেপ্টেম্বর ২- বাংলাদেশ জাতীয় সংসদ মঙ্গলবার গাজায় ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বাহিনীর হামলার ঘটনাকে নিন্দা করে সর্বসম্মতভাবে প্রস্তাব গ্রহণ করা হয়েছে।

 এখনও পর্যন্ত ৫১ দিনের অভিযানে  দুই হাজারের বেশি ফিলিস্তিনি মানুষ প্রাণ হারিয়েছেন।

গাজায় এই হামলাতে নিরীহ  মুসলিম নারী-পুরুষ ও শিশুদের ওপর ইসরায়েলি বাহিনীর চালানো এই হামলাকে বন্ধ করার কথা বলা হয়েছে এই প্রস্তাবে।

আজকে দেশের সংসদ ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের দাবিটিকে  সমর্থন জানিয়েছে।

এই প্রস্তাবটিকে  সরকারি দলের সাংসদ শেখ ফজলুল করিম সেলিম প্রস্তাবটিকে  উত্থাপন করেছিলেন।

"ফিলিস্তিনের পক্ষে কেউ না থাকলেও বাংলাদেশ থাকবে," এই বিষয় আলোচনার সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন।