Bangladesh

Thai Airways flight's tyre bursts during landing

Thai Airways flight's tyre bursts during landing

Bangladesh Live News | @banglalivenews | 24 Jul 2018, 11:45 pm
নিজস্ব প্রতিনিধি, ঢাকা, জুলাই ২৫ : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় ব্যাংকক থেকে আসা থাই এয়ারওয়েজ (টিজি ৩২১) উড়োজাহাজের একটি চাকা ফেটে যায়।

তবে উড়োজাহাজটি নিরাপদে অবতরণ করে এবং এর যাত্রী ও ক্রুরা অক্ষত আছেন।


বিমানবন্দরে কর্মরত আর্মড পুলিশ ব্যাটালিয়ান জানায়, থাই এয়ারওয়েজ (টিজি ৩২১) উড়োজাহাজটি ব্যাংকক থেকে রওনা হয়।

 

মঙ্গলবার দুপুর ১২টা ১০ মিনিটের দিকে এটির শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা ছিল।

 

কিন্তু উড়োজাহাজটি ১২টা ১৮ মিনিটে অবতরণ করে। অবতরণের সময় রানওয়েতে পানি জমে ছিল।

 

সামনের চাকাটি রানওয়েতে নামলেও পেছনের ডান পাশের চাকাটি মাটিতে অবতরণ করে এবং ফেটে যায়।

 

চাকা ফেটে গেলেও এর যাত্রী ও ক্রুরা অক্ষত আছেন ।

 

রানওয়ে পিচ্ছিল থাকায় এই দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে।


বিমানবন্দরের এক কর্মকর্তা বলেন, একটি ফ্লাইটের ইন্সপেকশন করছিলাম, তখন ঝুম বৃষ্টি হচ্ছিল।

 

হঠাৎ দেখি উড়োজাহাজটি অস্বাভাবিকভাবে ল্যান্ড করলো।

 

দেখে মনে হয়েছিল, হয়তো কোনো কারণে উড়োজাহাজটি জরুরি অবতরণ করেছে।


বিমানের এক যাত্রী জানায়, বিমানটি ভ’মি স্পর্শ করার সময় প্রচন্ড ঝাকুনি দেয়।

 

এতে যত্রীরা ভীত-সন্ত্রস্ত হয়ে পড়েন। কেউ কেউ কান্নকাটি শুরু করেন।


ওই ঘটনার পর দুপুর ১২টা ২০ মিনিট থেকে ২টা ৩৩ মিনিট পর্যন্ত বিমানবন্দরের রানওয়ে বন্ধ রাখা হয়।

 

উড়োজাহাজটি সরিয়ে নেয়ার পর রানওয়ের কার্যক্রম স্বাভাবিক হয়।

 

এই দুর্ঘটনার জন্য প্রায় দুই ঘন্টা বিমানবন্দরের কার্যক্রম বন্ধ থাকলেও কতটি ফ্লাইট বাতিল করা হয়েছে তা অবশ্য জানা যায়নি।