Bangladesh

বিনিয়োগ নিয়ে বাংলাদেশে আসুনঃ ভারতের ব্যবসায়ীদের আহ্বান হাসিনার

বিনিয়োগ নিয়ে বাংলাদেশে আসুনঃ ভারতের ব্যবসায়ীদের আহ্বান হাসিনার

| | 10 Apr 2017, 11:59 am
ঢাকা, এপ্রিল ১০ঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোমবার ভারতীয় ব্যবসায়ীদের বাংলাদেশের মাটিতে বিনিয়োগ করবার জন্য আহ্বান জানিয়েছেন।

সোমবার ভারতে এক অনুষ্ঠানে, হাসিনা বলেছেনঃ"আমি আপনাদের প্রতি আহ্বান জানাই, বিনিয়োগ নিয়ে বাংলাদেশে আসুন এবং সুযোগগুলো কাজে লাগান।”

চার দিনের জন্য ভারত সফরে গেছিলেন প্রধানমন্ত্রী।

 

সফরে, সেই দেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী সহ নেতাদের সাথে বৈঠকে বসেছেন হাসিনা।

 

এই সফরের সময় ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে বৈঠকের শেষে ভারত ও বাংলাদেশের মাঝে ২২টি চুক্তি ও সমঝোতা স্মারক সই হয়েছিল।

 

প্রতিরক্ষা সহযোগিতা বিষয়ক তিনটি সমঝোতা স্মারকও এই বৈঠকের সই করা হয়েছে।

 

এই পদক্ষেপের বিরোধিতা করেছে বিএনপি।

 

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এই সমঝোতা স্মারকের প্রতি ইঙ্গিত করে বলেন এখনকার সরকার নিজেদের ক্ষমতায় রাখার জন্য 'দেশ বিক্রির চুক্তি’ করেছে।

 

ভারতের রাজধানী নিউ দিল্লীতে সোমবার ভারত-বাংলাদেশ বিজনেস ফোরামের সঙ্গে নিজের মত বিনিময়ের সময় হাসিনা বলেনঃ "আপনারাই দেখে গেলেন, দেশ বেঁচে দিলাম, না অর্জন করলাম।”