Bangladesh

রাষ্ট্রপতি হিসেবে হামিদ শপথ নেবেন কাল

রাষ্ট্রপতি হিসেবে হামিদ শপথ নেবেন কাল

| | 26 May 2013, 06:43 am
ঢাকা, এপ্রিল ২৩: আবদুল হামিদ বুধবার বাংলাদেশের ২০তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেবেন।

 অস্থায়ী স্পিকার শওকত আলী বুধবার বিকেলে বঙ্গভবনে হামিদের শপথগ্রহণ অনুষ্ঠান পরিচালনা করবেন।

 
 হামিদ সোমবার বাংলাদেশের ২০তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হন। 
 
আওয়ামী লীগের পক্ষ থেকে রবিবার তিনি জাতীয় সংসদ ভবনে রাষ্ট্রপতি পদে নির্বাচনে মনোনয়নপত্রে স্বাক্ষর করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসময় উপস্থিত ছিলেন।
 
সুবিবেচনা পরে, নির্বাচন কমিশন তাঁকে বিরোধিতাহীন রাষ্ট্রপতি হিসেবে ঘোষণা করে কেননা অন্য কোন প্রার্থী এই পদের জন্য মনোনয়ন জমা দেয় নি, জানান মুখ্য নির্বাচন কমিশনার কাজী রাকিব উদ্দিন আহমেদ। রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ছিল এপ্রিল ২৯।
 
হামিদকে রাষ্ট্রপতি পদে নিযুক্ত করা হয়েছে এই আশার সাথে যে সাম্প্রতিক রাজনৈতিক সঙ্কটের মধ্যে তিনি আগামী সংসদীয় নির্বাচনে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।
 
হামিদ দ্বিতীয় স্পিকার যিনি রাষ্ট্রপতি পদে নির্বাচিত হলেন - দেশের তৃতীয় উচ্চ স্থান থেকে সর্ব্বচ্চ স্থানে তাঁর পদান্নতি হল।
 
এর আগে আব্দুর রহমান বিশ্বাস, যিনি ১৯৯১-এ পঞ্চম সংসদের স্পিকার ছিলেন, রাষ্ট্রপতি হিসেবে নিযুক্ত হন।
 
রাষ্ট্রপতির পদ খালি হয়ে যায় মার্চ ২০ তারিখে ১৯তম রাষ্ট্রপতি মোঃ জিল্লুর রহমানের মৃত্যুর পর।    
 
 বাংলাদেশের সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির পদ খালি হবার ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতির নির্বাচন করতে হবে।