Bangladesh

পয়লা বৈশাখঃ মোটরসাইকেলে একজনের বেশি আরোহী নয়

পয়লা বৈশাখঃ মোটরসাইকেলে একজনের বেশি আরোহী নয়

| | 03 Apr 2017, 10:00 am
ঢাকা, এপ্রিল ৩ঃ পয়লা বৈশাখের দিনে উৎসবের মাঝে, বেশকিছু পরিবর্তন আস্তে চলেছে।

সেই দিন থেকে আর মোটরসাইকেলে একজনের বেশি আরোহী চড়তে পারবেন না।

 

এর পাশাপাশি, মোটরসাইকেল আরোহীর কাঁধে এবং হাতে থাকতে পারবে না ব্যাগ।

 

পয়লা বৈশাখের নিরাপত্তাসংশ্লিষ্ট এক প্রেস বিফ্রিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাংবাদিকদের এই বিষয় জানান।

 

উনি বলেন নিরাপত্তার স্বার্থে এই সমস্ত পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

 

তবে, দেশের মানুষকে স্বস্তি দিয়ে, মন্ত্রী জানিয়েছেন যে পয়লা এপ্রিল তারিখে হামলার আশঙ্কা নেই।

 

"কোনো ধরনের আশঙ্কা নেই," মন্ত্রী বলেন।

 

নতুন বছরের আনন্দ এইবার দেশে এমন সময় উদযাপন করতে চলেছেন যখন গত কিছু দিন ধরে দেশজুড়ে চলেছে জঙ্গি বিরোধী অভিযান।

 

গত বছর গুলশানে একটি রেস্তোরাঁয় জঙ্গি হামলার ঘটনায় প্রাণ হারিয়েছিলেন ২০ জন ব্যাক্তি।

 

নিহতদের মধ্যে বিদেশী নাগরিকরাও ছিলেন।