Bangladesh

Tragedy strikes Narail, Lokkhipur

Tragedy strikes Narail, Lokkhipur

Bangladesh Live News | @banglalivenews | 06 Jul 2018, 08:01 am
নিজস্ব প্রতিনিধি, ঢাকা, জুলাই ৬ : সৌদি আরবের জেদ্দায় সড়ক দুর্ঘটনায় নিহত ৭ বাংলাদেশির তিনজনের বাড়ি নড়াইলে এবং দ’জনের বাড়ি রক্ষীপুরে। তাদের মৃত্যুর খবরে পরিবারে চলছে শোকের মাতম।

বুধবার সৌদি আরবের স্থানীয় সময় সকাল ৭টার দিকে বাস দুর্ঘটনায় সাত বাংলাদেশি নিহত হন।

 

এর মধ্যে নড়াইল সদরের আউড়িয়া ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের ইসরাফিল শেখ (৩৫), লোহাগড়া উপজেলার লাহুড়িয়া গ্রামের সৈয়দ হোসেন আলী (৩৩) ও নোয়াগ্রাম ইউনিয়নের আড়পাড়া গ্রামের মনিরুল ইসলাম (৩০) রয়েছেন।

 

প্রত্যেকের বাড়ি চলছে শোকের মাতম:


ইসরাফিল শেখের ছেলে সাজ্জাদ জানায়, তার বাবা প্রায় ১৪ মাস আগে সৌদি আরবে যান। তবে ভালো কোনো কাজ না পেয়ে কষ্টে ছিলেন। এজন্য তাদের ঘাড়ে ঋণের বোঝা।


নিহতদের মধ্যে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার দুই যুবক রয়েছেন।

 

তাদের মৃত্যুর খবওে গ্রামেরবাড়িতে চলছে শোকের মাতম। নিহতরা হলেন- কমলনগর উপজেলার চর লরেন্সগ্রামেরবদর আলমের ছেলে মো. আরিফ (২৫) ও তার ভাগ্নে মো. হারুনের ছেলে রুবেল হোসেন (২২)।

নিহত আরিফের মামা আনোয়ার হোসেন দ্রুত তাদের মরদেহ দেশে ফিরিয়ে আনতে সরকারের হস্তক্ষেপ কামনা করেন।

 

এদিকে স্বামীকে হারিয়ে বারবার মূর্ছা যাচ্ছেন আরিফের স্ত্রী বানজা আক্তার (২২)।

 

মায়ের সঙ্গে বিলাপ করছেন তার দুই সন্তান মো. রাব্বি (৬) ও জান্নাত আক্তার (৪)।

 

আদরের সন্তান রুবেলকে হারিয়ে পাগলপ্রায় মা রমিজা বেগম। ভাই হারানোর শোকে মাতম চলছে বোন মর্জিনা বেগম, ফাতেমা বেগম ও ছোট ভাই রোনাজ উদ্দিনের মাঝে।

 

পরিবারের অভাব ঘুচাতে আরিফ ও রুবেল কাজের সন্ধানে সৌদি আরবে যান।